বিশ্বকাপ অভিযান শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা দল। বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে না পারলেও, লঙ্কানরা ঠিকই প্রভাব ফেলেছেন টুর্নামেন্টে। আর, তার অনেক বড় কৃতিত্ব যায় কোচ মিকি আর্থারের নিকট। সেই আর্থারই জানালেন ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়েই ইতি টানতে যাচ্ছেন শ্রীলঙ্কা অধ্যায়ের।
JUST IN: The Test series against West Indies will be Mickey Arthur's last assignment as Sri Lanka coach.
He is set to join Derbyshire as Head of Cricket pic.twitter.com/NFovGW0ZrD
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 17, 2021
প্রশ্ন জাগতে পারে, শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছাড়লে আর্থার যাচ্ছেন কোন দেশে! শ্রীলঙ্কান কোচ পাড়ি জমাতে চলেছেন ইংল্যান্ডে, তবে ইংল্যান্ড জাতীয় দলের সাথে নয়, আর্থার কাজ করবেন কাউন্টি দল ডার্বিশায়ারের সাথে। দলটির ‘হেড অব ক্রিকেট’ হিসেবে নিযুক্ত করা হয়েছে আর্থারকে।
“আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে, আমি ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে ‘হেড অব ক্রিকেট’ পদের জন্য তিন বছরের চুক্তি করেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটাই হতে যাচ্ছে শ্রীলঙ্কা দলের সাথে আমার শেষ কাজ”- বলছিলেন আর্থার
২১ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে ওয়েস্টি ইন্ডিজ-শ্রীলঙ্কা। দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর।