৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

জয়েই শুরু টি-টোয়েন্টিতে ভারতের ‘রোহিত যুগ’

- Advertisement -

মাঠভর্তি দর্শক, অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম ম্যাচ। ঘরের মাঠেই অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি খেলেছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ভিরাট কোহলিও। সেই ম্যাচে ভারত ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল সাত উইকেটে। কিন্তু, রোহিতের শুরুটা হলো দুর্দান্ত; জয়পুরের মাঠে দলকে প্রথম ম্যাচেই এনে দিয়েছেন জয়।

গ্যালারি ভর্তি দর্শকে

নিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিতের; দলকে পরিচালনা করার ক্ষেত্রে দারুণভাবে কাজে লাগিয়েছেন অভিজ্ঞতাকে। ফিল্ডিং পরিবর্তন, বোলারদের সাথে গিয়ে কথা বলা, সতীর্থদের থেকে পরামর্শ নেয়া কি ছিল না রোহিতের অধিনায়কত্বে!

দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক

প্রথমে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের ৪২ বলে ৭০ এবং মার্ক চাপম্যানের ৫০ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬৪ রান। বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করা রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২৩ রানে ২টি উইকেট, এক রান বেশী দিয়ে সমানসংখ্যক উইকেট নিয়েছেন ভুবেনশ্বর কুমারও।

২ উইকেট নিয়েছেন অশ্বিন

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু ভারতের; পাওয়ারপ্লের শেষ ওভারে রাহুল ১৫ রানে ফিরলেও রোহিত শর্মার দলের সংগ্রহ ১ উইকেট ৫৬। সেখান থেকে সুর্যকুমার যাদবের সাথে ৫৯ রানের জুটি; অর্ধশতক থেকে ২ রান দূরে থেকে রোহিত যখন প্যাভিলিয়নে ফিরছেন জয়ের জন্য তখন ভারতের প্রয়োজন ৪১ বলে ৫৬।

অর্ধশতক তুলে নিয়েছেন সুর্যকুমার

রোহিত ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই ফিরেছেন সুর্যকুমার যাদব; খেলেছেন ৪০ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস। বাকি কাজটা করেছেন রিশভ পান্থ; শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার ফিরলেও দলকে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়। পান্থ অপরাজিত ছিলেন ১৭* রানে। নিউজিল্যান্ডের হয়ে ৩১ রানে ২টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img