১২৭ রানের পুঁজি ডিফেন্ড করতে বাংলাদেশের দরকার ছিল একটা ভালো শুরু, আর শুরুটাকে ভালো বানিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভার করতে এসেই দারুন এক ইনসুইং ডেলিভারিতে মুস্তা রিজওয়ানকে ফিরিয়েছেন ১১ রানেই।
মুস্তাফিজুর রহমান তার সহজাত কাটার আর স্লোয়ারের জন্যই পরিচিত। ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে মুস্তাফিজ সাধারণত ওভার দ্য উইকেট থেকে বল করেন আর সহজাত অ্যাঙ্গেল থেকে বল ডানহাতি ব্যাটারদের শরীর থেকে দূর দিয়ে যায়, কিন্তু কিছুদিন ধরেই এই বাঁহাতি পেসার ডানহাতি ব্যটারদের বিপক্ষে বল ভেতরে ঢোকানো নিয়ে কাজ করছিলেন। মিরপুরে শুক্রবার তেমনই এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করে ফিরিয়েছেন মুস্তাফিজুর।
মুস্তাফিজুরের দারুন বোলিংয়ে রিজওয়ানকে ফেরানোর আগে শেখ মাহেদী হাসানও ভালো বোলিং দিয়ে ইনিংস শুরু করেন। মাহেদী দুই একটা হাফ চান্স ক্রিয়েট করলে তা ফিল্ডারদের হাতে যায়নি। তবে, মুস্তাফিজ আর ফিল্ডারদের জন্য অপেক্ষা করে থাকেননি। নিজের ভান্ডারে যোগ করা নতুন অস্ত্র ইনসুইং দিয়ে রিজওয়ানের অফ স্ট্যাম্প হাওয়ায় ভাসিয়েছেন।
মুস্তাফিজের পর তাসকিনও আর ফিল্ডারদের ভরসায় থাকেননি। আরেকটা ভেতরে ঢোকা ডেলিভারিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ফিরিয়েছেন ঢাকা এক্সপ্রেস। ওদের উইকেটেই পাওয়ারপ্লেতে পাকিস্তানকে দ্রুত গতিতে রান তুলতে দেয়নি বাংলাদেশ। পাওয়ারপ্লেতে চার উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করতে পেরেছে ২৪ রান।