৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

- Advertisement -

তিন ম্যাচের সিরিজ, প্রথম ম্যাচেই এসেছে ভারতের জয়। সিরিজে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডকে জিততেই হতো, সেই লক্ষ্যেই স্কোয়াডে অ্যাডাম মিলনে, ইশ সোধি এবং জেমস নিশাম। কিন্তু, পারেনি টিম সাউদির দল; হেরেছে সাত উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার ভারত।

অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেন হার্শাল

শুরুটা দুর্দান্ত করেছিলেন মার্টিন গাপটিল; প্রথম ব্যাটসম্যান হিসেবে যখন প্যাভিলিয়নে ফিরছিলেন তখন নামের পাশে ১৫ বলে ৩১ রান! কিউই ওপেনারের উড়ন্ত সূচনায় মনে হচ্ছিল দুইশ’তে পৌঁছবে নিউজিল্যান্ডের ইনিংস। কিন্তু, অভিষিক্ত হার্শাল প্যাটেল এবং দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের প্রথম ইনিংস থামে ৬ উইকেটে ১৫৩ রানেই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন গ্লেন ফিলিপস, ৩১ রান করেন ড্যারিল মিচেল।  ২৫ রানে ২ উইকেট নেন হার্শাল।

১১৭ রানের জুটি গড়েছেন দুজনেই

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেম গাপটিলের মতো লোকেশ রাহুলও দলকে এনে দিয়েছেন দুর্দান্ত সূচনা, তুলে নিয়েছেন অর্ধশতক। দলীয় ১১৭ রানে যখন প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন তখন নামের পাশে ৪৯ বলে ৬৫ রানের ঝলমলে ইনিংস! জয় নিশ্চিত বলেই হয়তো এক উইকেটের পতন হতেই রাহুল দ্রাবিড় ব্যাট হাতে পাঠিয়েছেন ভেঙ্কটেশ আইয়ারকে। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন আইয়ার; রোহিত শর্মা, সুর্যকুমার যাদব টিম সাউদির ওভারেই ফিরে গেলেও দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েই মাঠ ছেড়েছেন আইয়ার। কেকেআর তারকা অপরাজিত ছিলেন ১২* রানে, রিশভ পান্থের ব্যাট থেকেও এসেছে ১২* রান; দুই বলে দুই ছক্কায় শেষ করেছেন ম্যাচ।

১৬ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন সাউদি

প্যাভিলিয়নে ফেরার পূর্বে রোহিত শর্মাও তুলে নিয়েছেন অর্ধশতক; করেছেন ৩৬ বলে ৫৫। মাত্র ১ রান করেই ফিরেছেন সুর্যকুমার; দুজনের উইকেটই তুলে নিয়েছেন টিম সাউদি, ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img