পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে আসেনি কোনো পরিবর্তন, আস্থা রাখা হয়েছে সাইফ হাসান-নাজমুল হাসান শান্তদের ওপরেই। পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন; হাসান আলীকে বিশ্রাম দিয়ে একাদশে নেয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে।
টস জয় সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিরপুরের এই স্লো উইকেটে। কিন্তু, বাংলাদেশের জন্য টসে জেতা, ম্যাচ জেতা সবকিছুকে ছাপিয়ে বর্তমানে সবচেয়ে যেটা জরুরী সেটা হলো হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই দুঃসময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল, কিছুই যেন হচ্ছে না ঠিকঠাকমতো। জয়ের ভীষণ কাছে গিয়েও মেনে নিতে হচ্ছে হার। সকল দুঃসময় কাঁটিয়ে উঠতে টাইগারদের ফিরতে হবে স্বরুপে, ফিরিয়ে আনতে হবে হারানো আত্মবিশ্বাস।
বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।