ম্যাচের প্রথম ওভার, বল হাতে শাহীন শাহ আফ্রিদি। চতুর্থ বলে কোনোরকমে একটা সিঙ্গেল নিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন মোহাম্মদ নাঈম। কিন্তু, নিস্তার পেলেন না সাইফ হাসান। নিজের খেলা প্রথম বলেই শাহীন আফ্রিদির দুর্দান্ত ইনসুইং, বলের গতিপথটা বুঝতে পেরেও টাইগার ওপেনার ব্যাটটা নিয়ে যেতে পারলেন না বল অব্দি। পায়ে লেগে থেমে গেল ব্যাট, বল গিয়ে লাগল প্যাডে! পাকিস্তানের আবেদন, রিভিউ এবং উইকেটের পতন।
দিনের শুরুটাই নাকি বলে দেয় কেমন কাটবে সারাটাদিন। হয়েছেও তাই, প্রথম ওভারে কোনোরকমে নিস্তার পেলেও পরের ওভারের শেষ বলেই ওয়াসিম জুনিয়রের বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মোহাম্মদ নাঈমও। আট বলে ২ রান করেই প্যাভিলিয়নে নাঈম!
দুই ওপেনারের পতন দুই ওভারেই, স্কোরবোর্ডে রান ৫। শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় আফিফ হোসেন-নাজমুল হোসেন শান্ত; এই প্রতিবেদন লিখা অব্দি দুজনের ব্যাট থেকে এসেছে ২৫ রান। ছক্কা দিয়ে নিজের ইনিংসের শুরু করেছেন আফিফ, ৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩০।