৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ব্যর্থ সাইফ, এরপর কে?

- Advertisement -

প্রথম ম্যাচে ‘১’, দ্বিতীয় ম্যচে ‘০’; দুই ম্যাচেই ব্যর্থ সাইফ হাসান। নিজেকে প্রমাণের সুযোগ আর কতোটুকু পাবেন সেটা সময়ই বলে দিবে। কিন্তু, যদি আর সুযোগ না মেলে, তাহলে এটাই হয়তো হতে যাচ্ছে আপাতত সাইফের শেষ টি-টোয়েন্টি সিরিজ! বিশ্বকাপের ব্যর্থতায় দল থেকে বাদ দেয়া হয়েছে লিটন কুমার দাস, সৌম্য সরকারকেও। তাহলে কি আবারও ফেরানো হবে তাদেরকেই নাকি নতুন কোনো ‘চমক’ আসবে নির্বাচকদের পক্ষ থেকে!

বিশ্বকাপে লিটন দাস

যদি লিটন-সৌম্যকে নাও ফেরানো হয়, তাহলে কে হতে পারে সম্ভাব্য ওপেনার? পারভেজ হাসান ইমন? কিন্তু, এই ইমনকেই তো ক্যাম্পে দলের সাথে রেখে শেষমুহুর্তে দল থেকে দেয়া হয়েছে বাদ। ব্যাকআপ কিপার হিসেবে দলে ডাকা হয়েছে জাতীয় লিগে ব্যস্ত থাকা আকবর আলীকে।

শেষমুহুর্তে বাদ পড়ায় নিশ্চিতভাবেই মানসিক দিক থেকে ভালো অবস্থানে থাকার কথা নয় ইমনের। দলে যদি তাকে নেয়াও হয়, দিতে পারবেন তো নিজের সর্বোচ্চটা? নাকি খারাপ খেললে তাকেও ঠেলে দেয়া বাতিলের দলে!

ব্যাট হাতে পারভেজ হাসান ইমন                                                               ছবি: ইন্টারনেট

নতুন কাউকে ফেরানো হবে, নাকি পুরোনোতেই রাখা হবে ভরসা সেটা জানতে অপেক্ষা করতে হবে। তবে, বাংলাদেশ ক্রিকেটে পাইপলাইনে যে নেই খুব বেশী বিকল্প, সেটা বোধহয় অস্বীকার করতে পারবেন না নির্বাচকেরাও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img