৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

লিগ ওয়ানে মেসির প্রথম গোল; দশজন নিয়েও জিতলো পিএসজি

- Advertisement -

অবশেষে খরা কাটলো!

চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে ৩ গোল করে ফেলেছেন, তবে যে লিগে খেলার জন্য বার্সেলোনা থেকে প্যারিসে আসা, সেই লিগ ওয়ানে ৫ ম্যাচ খেলেও কোন গোল করতে পারছিলেন না। শনিবার (আজ) নঁতের বিপক্ষে জয়ের পথেই ছিলো পিএসজি, তবে মনে হচ্ছিলো এই ম্যাচেও লিগ ওয়ানে নিজের গোলের বউনি করতে পারবেন না লিওনেল মেসি।

অবশেষে ৮৬ মিনিটে এমবাপ্পের বাড়ানো বল থেকে ডি-বক্সে কাট ইন করে নিজের ট্রেডমার্ক স্টাইলে বাঁকানো শটে গোলের খাতা খুললেন মেসি। এর সাথে এমবাপ্পেরই আরেকটি গোল ও নঁতের ডেনিস আপ্পিয়াহর আত্মঘাতী গোলে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় পিএসজি। নঁতের পক্ষে গোল করেন র‍্যান্ডাল কোলো মুয়ানি।

ম্যাচ চলাকালীন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস লাল কার্ড খেলে নেইমারকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেন কোচ মরিসিও পচেত্তিনো। তবে ১০জনের দল নিয়েও ম্যাচটি হেসেখেলে জিতেছে পিএসজি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img