৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

সমর্থনে ‘মুগ্ধ’ বাবর-ফাখাররা; মনে হচ্ছে, ‘পাকিস্তানেই’ খেলছেন

- Advertisement -

বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ভক্ত সমর্থকদের হৃদয় তবুও কতটা জিতেছে পাকিস্তান, সেটা হয়তো টাইগারদের বিপক্ষে খেলতে এসেই বুঝতে পারছেন বাবর আজমরা। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ তারা। ফাখার জামান তো ম্যাচ শেষে জানিয়েই দিয়েছেন তার মনে হচ্ছে পাকিস্তানেই খেলছেন।

“উইকেট পেলে বা ভালো শট খেললে বাংলাদেশ দল যেরকম সমর্থন পাচ্ছে, আমরাও সেরকম সমর্থন পাচ্ছি। মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি”- বলছিলেন ফাখার

ফাখার জামান এর আগেও এসেছেন বাংলাদেশে। তখনকার অভিজ্ঞতা ছিল একদম ব্যতিক্রম, “আমি এর আগেও ২০১৮ সালে এখানে এসেছিলাম। তখন এত মানুষের সমর্থন পাইনি। এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি।”

পাকিস্তানের জার্সি, পতাকা নিয়েও খেলা দেখতে এসেছেন অনেকে                                    ছবি:ইন্টারনেট

শুধু ফাখারের কণ্ঠেই নয়, বাংলাদেশের ক্রীড়াপ্রেমিদের সমর্থনে মুগ্ধ বাবর আজম- ইফতিখার আহমেদরাও। বাবর প্রথম ম্যাচের পূর্বেই বলেছিলেন, “আমার মনে হয় বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় আমাদের ফ্যানও প্রচুর রয়েছে। আমরা যখনই প্র্যাকটিসে আসছি, প্র্যাকটিস থেকে বের হচ্ছি, আমরা দেখছি প্রচুর মানুষ আমাদের দেখতে জড়ো হয়েছে তারা আমাদের চিয়ার ও করছে।”

বাবরের আগে এক ভিডিও বার্তায় ইফতিখার বলেছিলেন, “২০১৬ সালেও একবার এখানে খেলেছি। এখানে খেলার অভিজ্ঞতা দারুণ। এখানকার প্রত্যেকেই ক্রিকেটকে ভীষণ ভালোবাসে। বিমানবন্দর থেকে যখন বেড়িয়ে আসছিলাম, অসংখ্য মানুষ আমাদের স্বাগত জানিয়েছে।”

বিশ্বকাপ না জিতেও যে ভক্ত সমর্থকদের মন জয় করে নেয়া যায় সেটা হয়তো জানতেন না বাবররাও। এমনকি, বাংলাদেশের খেলায় ঘরের মাঠে উড়ছে তাদের পতাকাও! এত সমর্থন যে কল্পনাতেও ছিল না পাকিস্তান দলের, তা তো অনুমান করাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img