সাউথ আফ্রিকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেয়ার অনন্য রেকর্ডে জায়গা করে নিয়েছেন সাউথ ওয়েস্টার্নের ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার শন হোয়াইটহেড। ফার্সট ক্লাস ক্রিকেটের ৮৩তম বোলার হিসেবে এই অর্জনে নিজের নাম লিখিয়েছেন ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই খেলোয়াড়।
ইস্টার্নের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে সাউথ ওয়েস্টার্ন স্কোরবোর্ডে তোলে ২৪২ রান; ৬৬ রান আসে হোয়াইটহেডের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে ২৫০ রান করে ৮ রানের লিড নেয় ইস্টার্ন; ৬৪ রানে ৫ উইকেট তুলে নেন হোয়াইটহেড। ৮ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে সাউথ ওয়েস্টার্ন, দ্বিতীয় ইনিংস শেষে সংগ্রহ গিয়ে দাড়ায় ১৯৩। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হোয়াইটহেড, করেছেন ৪৫ রান।
South African spinner Sean Whitehead achieved the rare feat of picking all 🔟 wickets in an innings in a first-class match 👐
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 20, 2021
জয়ের জন্য ইস্টার্নের প্রয়োজন ১৮৫ রান; প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে ব্যাটসম্যানরা, তাতে সহজেই টপকে যাওয়ার কথা। কিন্তু, নিয়তি যে লিখে রেখেছিলেন অন্য কিছুই! বল হাতে একপ্রান্ত থেকে শুরু করলেন হোয়াইটহেড; ষষ্ঠ ওভারে তুলে নিলেন প্রথম উইকেট, সেই ওভারেই নিজের বলে ক্যাচ নিয়ে ফিরিয়েছেন আরেক ওপেনারকে।
এক ওভারে দুই উইকেট নিয়ে শুরু, এরপর একে একে সবকটি উইকেটই নিজের করে নিয়েছেন এই প্রোটিয়া বোলার। ইনিংসের সব উইকেট নিতে হোয়াইটহেডকে বল করতে হয়েছে ১২.১ ওভার, খরচ করেছেন ৩৬ রান। তবে, এটাই সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার নয়। ১৯০৬ সালে জোহানেসবার্গে ইস্টার্ন প্রোভিন্সের লেগস্পিনার বার্ট ভোগলার নিয়েছিলেন ২৬ রানে ১০ উইকেট।
হোয়াইটহেডের পূর্বে সর্বশেষ সাউথ আফ্রিকার হয়ে ২০০৭ সালে মারিও অলিভার তুলে নিয়েছিলেন এক ইনিংসে ৬৫ রান দিয়ে ১০ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইজনের আছে এই অনন্য অর্জন। ১৯৫৬ সালে জিম লেকার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭ রানে ৯ উইকেট নেয়ার পর, দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দিয়ে তুলে নিয়েছেন সবকটি উইকেট। সেই টেস্টে ৯০ রান খরচে লেকার নিয়েছিলেন ১৯টি উইকেট, প্রথম ইনিংসে টনি লক ১টি উইকেট না নিলে দুই ইনিংসেই ১০টি করে উইকেটের দেখা পেতেন লেকার।
আরেকজন হলেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে; পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে দিল্লীতে দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭৪ রানে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ১ রান বেশি দেয়া কুম্বলের নামের পাশে ছিল ৪ উইকেট।