৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

অবশেষে ‘শতকের’ দেখা পেলেন ফজলে রাব্বি

- Advertisement -

অবশেষে ফজলে রাব্বি পেলেন কাঙ্ক্ষিত শতকের দেখা! কাঙ্ক্ষিত শতক বলার কারণ শেষ তিন ম্যাচের তার চারটি ইনিংসের রান; ৭৬, ৭০, ৭৬ এবং ৭৩। অর্ধশতক তুলে নিলেও শতকের দেখাটাই পাচ্ছিলেন না বরিশাল বিভাগের এই ব্যাটসম্যান। সিলেটে সেই আক্ষেপটাই ঘোচালেন; শতক তুলে নিয়েছেন ১৭৩ বলে, সাকলাইন সজিবকে লংঅফ দিয়ে ছক্কা হাঁকিয়ে।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তিনি, খেলছেন প্রায় দেড় যুগ ধরে। ক্যারিয়ারের শুরুতে মারমুখী ক্রিকেট খেলতে পটু এই খেলোয়াড়কে সবাই ডাকতেন ‘বাংলার গেইল’ বলে। কিন্তু, সময়ের সাথে সাথে বুঝতে পেরেছিলেন মারাটাই ক্রিকেট না, ক্রিকেটে ধৈর্য ধরে এগিয়ে চলাটাও গুরুত্বপূর্ণ। নিজের খেলার ধরণ বদলেছেন, নিজেকে প্রমাণ করে চলেছেন। জাতীয় দলে খেলার স্বপ্নটা এখনও উঁকি দিয়ে যায়, মিলিয়ে যায়নি রাব্বির।

জাতীয় দলে অভিষেকের মুহুর্ত

একবার অবশ্য জাতীয় দলে ডাক পেয়েছিলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে; মাশরাফী তখন দলের অধিনায়ক। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দুই ম্যাচেই ফিরেছেন শূন্য রানে। সেই যে বাদ পড়লেন, আর হয়নি ফেরা। পরিসংখ্যানের সব শূন্য ঘোচাতেই হয়ত লড়ে যাচ্ছেন আজও, জাতীয় দলে ফেরার দড়জাটা যে বন্ধ হয়ে যায়নি এখনও!

জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত এই বার্তাটা দিয়ে রাখলেন রাব্বি

চিরকালই জাতীয় দলে সুখ নামক জিনিসটা মুখ ফিরিয়ে নিয়েছে রাব্বির বেলায়, বয়সভিত্তিক দলগুলোতেও পাননি খেলার সুযোগ; বেশীরভাগ সময়ই থাকতে হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। কতবার যে ভেবেছেন ছেড়ে দিবেন ক্রিকেটটাই, দিয়েছিলেনও ছেড়ে। মোবাইল কোম্পানির চাকরিতে টিকেনি মন, ফিরেছেন আবার ঐ ক্রিকেটটাতেই। এবার জাতীয় লিগে বইয়ে দিচ্ছেন রানের বন্যা, নির্বাচকদের জানিয়ে যাচ্ছেন ফুরিয়ে যাননি এখনও। জাতীয় দলে আবার কখনো খেলার সুযোগ হবে কি না তা তো সময়ই জানে, কিন্তু নিজের কাজটা রাব্বি করে যাচ্ছেন ঠিকঠাকমতোই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img