৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো থাইল্যান্ড নারী দল

- Advertisement -

বিশ্বকাপ বাছাইপর্বে চমক উপহার দিলো থাইল্যান্ড নারী দল। পুরুষ ক্রিকেটেই যে দলটি একেবারে আনকোরা, তারা নারী ক্রিকেটে বিশ্ব ক্রিকেটের মোটামুটি প্রতিষ্ঠিত শক্তি জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৮ রানে। আরো একটি তথ্য জানলে আপনাদের অবাক হওয়ার মাত্রাটা আরো বেড়ে যাবে, এটি ছিলো থাইল্যান্ডের মেয়েদের প্রথম স্বীকৃত আন্তর্জাতিক ওয়ানডে!

টসে জিতে ৬ উইকেটে ২৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করায় থাইল্যান্ড। সর্বোচ্চ ৪৮ আসে নাথাকান ছান্তামের ব্যাট থেকে। এছাড়াও নানাপাথ কোঞ্চারোয়েনকাই ৪৭, সোরনারিন তিপ্পোচ ৪০, নারুয়েমোল চাইওয়াই ৩০ ও ছানিদা সুথিরুয়াং ৩৫ রান করে অবদান রাখেন।

জবাবে ম্যারি-অ্যান মুসোন্দার ৬৯ ও জোসেফাইন এনকোমোর ৫৬ রানের ইনিংস সত্ত্বেও মাত্র ২৪৯ তোলে জিম্বাবুয়ে নারী দল। মূলতঃ থাইল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং ফিল্ডিংই জিম্বাবুয়েকে বেঁধে রাখে।

এই ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের কাছেও ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছিলো জিম্বাবুয়ে নারী দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img