সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব সংকটে ধুঁকতে থাকা ভারত ঘরের মাঠে প্রাণ ফিরে পেয়েছে। বিশ্বকাপ ফাইনাল খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিতেছে সবকটি ম্যাচ। টানা তিন জয়ে দল যখন রীতিমতো উড়ছে তখন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানালেন পা রাখতে হবে মাটিতেই, এগোতে হবে সতর্কতার সাথে।
“আমাদের এখন মাটিতেই পা রাখতে হবে এবং বাস্তববাদী হতে হবে। বিশেষ করে পরবর্তী ১২ মাস আমাদের অনেক দেখেশুনে পদক্ষেপ নিতে হবে”-স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড়
অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে এই সিরিজের জন্য দ্রাবিড় এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট দল সাজিয়েছিল নতুনভাবে। ভিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজার মতো বড় তারকারাও ছিলেন দলের বাইরে। তবে, তরুণদের খেলায় মুগ্ধ ভারতীয় কোচ, “দলের তরুণ খেলোয়াড়দের খেলা আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো, ওদের মধ্যে যেসব দক্ষতা আছে, সেগুলোর বিকাশে কাজ চালিয়ে যাওয়া।”
২৫ নভেম্বর কানপুরে অজিঙ্কা রাহানের নেতৃত্বে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। মুম্বাইয়ে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৩ ডিসেম্বর থেকে।