শুধু পাকিস্তান সিরিজ থেকেই নয়, তামিম ইকবাল ছিটকে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। মঙ্গলবার তামিমের ইনজুরির ব্যাপারে কথা বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী; জানিয়েছেন প্রায় এক মাস সময় লাগবে ইনজুরি থেকে সেরে উঠতে।
দেশসেরা ওপেনার সোমবার ইংল্যান্ডের চিকিৎসকের শরণাপন্ন হোন। সেখানেই জানতে পারেন থাকতে হবে এক মাসের বিশ্রামে। দেবাশিষ চৌধুরী এই ব্যাপারে জানিয়েছেন, “সে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিল এবং তারা জানিয়েছে তামিমের কোনো অপারেশনের প্রয়োজন নেই; থাকতে হবে এক মাস বিশ্রামে। এজন্য তামিম মিস করবে নিউজিল্যান্ড সফরটাও।”
ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। জানুয়ারির ১ তারিখে প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ তারিখ।