৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আফ্রিদিও বুঝছেন না কোন পথে এগোচ্ছে বাংলাদেশ!

- Advertisement -

বিশ্বকাপের পূর্বে টাইগাররা মুদ্রার এপিঠ দেখলেও, বিশ্বকাপের শুরু থেকেই দেখছে মুদ্রার ওপিঠটাও। কিছুই যেনো হচ্ছে না ঠিকঠাক, সব সিদ্ধান্তই যাচ্ছে বিপরীতে। ঘরের মাঠে স্লো স্পিন পিচ বানিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জিতলেও, বিশ্বকাপে নিজেদের হারিয়ে খুঁজেছে টাইগাররা। হারের বৃত্ত থেকে বেরে হতে পারেনি পাকিস্তানের বিপক্ষে সিরিজেও।

পাকিস্তানের সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই খুশি হবেন আফ্রিদি, কিন্তু টুইট করে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের পরিকল্পনা নিয়েও, “বাংলাদেশের গভীর উপলব্ধির প্রয়োজন। তারা কি ঘরের মাঠে জিতে বাইরের কন্ডিশন কিংবা বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্স করতে চায়?”

বাংলাদেশে প্রতিভার অভাব নেই, কিন্তু প্রয়োজন ভালো কিছু পিচে খেলার এমনটাই মনে করেন আফ্রিদি, “তাদের দুর্দান্ত প্রতিভাবান কিছু খেলোয়াড় আছে এবং খেলাটার প্রতি আছে ভালোবাসাও। কিন্তু, তারা যদি উন্নতি করতে চায় তাহলে তাদের ভালো পিচে খেলাটা ভীষণ জরুরী।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img