৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বিকেএসপিতে বল হাতে মিঠুনের ‘সাত’ উইকেট

- Advertisement -

বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার ঢাকা বিভাগের বিপক্ষে বল হাতে সাত উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। ২৫৬ রানে ইনিংস ঘোষণা করার আগে ঢাকা হারিয়েছে আট উইকেট, যার সাতটিই তুলে নিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।

দলের সপ্তম বোলার হিসেবে এসেছিলেন বোলিংয়ে। তার আগে একে একে বল করেছেন আল আমিন হোসেন, সৌম্য সরকার, মৃত্যুঞ্জয় চৌধুরী, টিপু সুলতান, নাহিদুল ইসলাম এবং রবিউল ইসলাম রবি। এই ছয় বোলার হাত ঘুরালেও উইকেটের দেখা পেয়েছেন শুধুমাত্র টিপু সুলতানই। বাকি সাতটি উইকেটই তুলে নিয়েছেন মিঠুন।

আছেন জাতীয় দলে ফেরার অপেক্ষায়

শুরুটা করেছেন ওপেনার আব্দুল মাজিদকে দিয়ে। ঢাকার রান তখন বিনা উইকেটে ১৩৯! ৬১ রান করা আব্দুল মজিদকে করেছেন বোল্ড, মাহিদুল অঙ্কনকে ফিরিয়েছেন কোনো রান করার পূর্বেই। ৮৭ রান করা রনি তালুকদার যখন গলার কাঁটা হয়ে উঠতে শুরু করেছেন, তখন তাকে বাধ্য করেছেন নাহিদুলের হাতে ক্যাচ দিতে। এরপর একে একে ফিরিয়েছেন তাইবুর রহমান, শুভাগত হোম চৌধুরী, নাদিফ চৌধুরী এবং সুমন খানকে। ঢাকা ইনিংস ঘোষণা করার পূর্বে ২০.৫ ওভার বল করে ২ মেইডেনে ৭৫ রানে মিঠুন নিয়েছেন ৭ উইকেট।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img