কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দলকে দুই ছক্কায় জয় এনে দিলেও ব্যাট হাতে সময়টা খুবেকটা ভালো যাচ্ছে না রিশভ পান্থের। শুনতে হচ্ছে সমালোচনাও। কিন্তু, এমন সময়ে রবিন উথাপ্পা পাশে এসে দাড়িয়েছেন পান্থের, বলেছেন ফর্ম ফিরে পেতে ভারতীয় উইকেটকিপারের প্রয়োজন বিশ্রামের।
“টানা খেলা এবং বায়োবাবলে মানসিক অবসাদের কারণেই এমনটা হচ্ছে হয়তো। আমি মনে করি, ক্রিকেট থেকে রিশভের কিছুদিনের বিরতির প্রয়োজন”-বলছিলেন উথাপ্পা
২৪ বছর বয়সী পান্থকে অবশ্য টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তবে, তার ফর্ম নিয়ে ভক্ত সমর্থকদের দুশ্চিন্তা তবু থেকেই যাচ্ছে। কিন্তু, উথাপ্পা ভরসা রাখছেন পান্থের ওপর, “রিশভ কয়েক বছর ধরেই টানা জাতীয় দলে খেলছে। কোনো ধরণের অভিযোগ ছাড়াই সব ফরম্যাটের জন্য নিজেকে উপযুক্ত প্রমাণ করেও চলেছে। সে একজন উচ্চমানের খেলোয়াড়। তার ফিরে আসাটা সময়ের ব্যাপার মাত্র।”