নোমান আলীকে কাট করে লিটন দাসের দুর্দান্ত অর্ধশতক। অফ স্ট্যাম্পের ওপর এত সুন্দর বলটাকে যেভাবে খেললেন টাইগার উইকেটকিপার, সেটা যেনো বিশ্বাসই করতে পারছিলেন না বাঁহাতি অফস্পিনার। হাত তালি দিয়ে লিটনকে শুভেচ্ছা জানাতে বাধ্যই হলেন একপ্রকার। লিটন তো এভাবেই খেলতে অভ্যস্ত, সেটাই নতুন করে চট্টগ্রামে দেখিয়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
লিটন কতটা ভালো ব্যাটিং করেছেন দ্বিতীয় সেশনে সেটা বোঝানোর জন্য আরেকটা ঘটনা বলা যায়। উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ান অনর্গল কথা বলেই যাচ্ছেন। হঠাৎ লিটনের ডিফেন্সে বলে উঠলেন ‘ভালো, ভালো’। তারপর দুজনেই হাসতে শুরু করে দিলেন, ক্যামেরার লেন্সও খুজে নিলেন দুই দেশের দুই উইকেটকিপারকে। ধারাভাষ্যকক্ষ থেকে রিজওয়ানের সাথে মিলিয়ে শামিম চৌধুরী বলে উঠলেন, ‘ভালো, ভালো।’
অর্ধশতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিমও। লিটনকে নিয়ে গড়েছেন ১২২ রানের জুটি। স্কোরবোর্ডে পঞ্চাশ রান না তুলতেই প্যাভিলিয়নে ফিরেছিলেন চার ব্যাটসম্যান, সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা দুই উইকেটকিপার ব্যাটসম্যানের। চা বিরতিতে যাওয়ার পূর্বে মুশফিক অপরাজিত ৫৫* রানে, লিটনের সংগ্রহ ৬২*।