আবিদ আলীর তখন ১১৩ রান, বল হাতে দিনের শুরুতেই জোড়া উইকেট এনে দেওয়া তাইজুল ইসলাম। অফ স্ট্যাম্পের একটু বাইরে পড়া বলটা কিছুটা টার্ন করতেই আবিদের ব্যাটে গিয়ে লাগল। স্লিপে দাড়ানো নাজমুল হোসেন শান্ত ক্যাচ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু উইকেটকিপার লিটন দাসের প্যাডে লেগে বলটা চলে গেল শান্তর হাতের ছোঁয়া না লেগেই।
তবে, বলটা নিজের হাতে তালুবন্দী করে নিতে পারতেন শান্ত। নিতে পারলে হয়তো ফেরানো যেতো আবিদকেও। এই পিচে একজন নতুন ব্যাটসম্যানের জন্য রান তুলে নেওয়াটা কতটা কঠিন সেটা তো আজহার আলী, ফাওয়াদ আলম, বাবর আজমদের রান করতে না পারার মধ্য দিয়েই প্রকাশ পায়। সেট হয়ে যাওয়া আবিদের উইকেটটা তুলে নিতে পারলে দৃশ্যপটটা হয়তো হতে পারত অন্যরকম।
লাঞ্চ বিরতির এক ওভার আগে নতুন বল তুলে নিয়েছে বাংলাদেশ, বল হাতে কোনো পেসার নয় বরং তিন উইকেট নেয়া তাইজুল। এই প্রতিবেদন লেখা অব্দি লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৩।