লা লিগায় যখন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে একে অপরের মুখোমুখি হয়ে খেলতেন, তখন কি ঘুণাক্ষরেও তাঁদের যেকোন একজন ভেবেছিলেন, যে একদিন একই দলে জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামবেন?
সেই ‘প্রায়-অসম্ভব’কে সম্ভব করেছে প্যারিস সেইন্ট জার্মেই। লিওনেল মেসি ও সের্হিও রামোস এখন শুধু এক ক্লাবের সতীর্থ তাই নয়, পিএসজির জার্সি গায়ে রামোসের অভিষেক ম্যাচটি জয়ে রাঙ্গিয়ে দিতে মেসিও রেখেছেন অবদান। সেইন্ট এতিয়েঁর বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি, তিনটি গোলের সহায়ক পাসই এসেছে মেসির পা থেক।
নিজেদের মাঠে ডেনিস বুয়াংগার গোলে শুরুতে এগিয়ে গিয়েছিলো সেইন্ট এতিয়েঁই। তবে প্রথমার্ধের শেষ মুহুর্তে মেসির ফ্রি কিকে মাথা ছুঁইয়ে সমতাসূচক গোল করেন মারকুইনোস। ৭৯ মিনিটে মেসির আরেকটি বুদ্ধিদীপ্ত অ্যাসিস্টে ব্যবধান বাড়ান অ্যানহেল দি মারিয়া। একদম শেষ মুহুর্তে এতিয়েঁর কফিনে শেষ পেরেক ঠোকেন আবারও মারকুইনোস, অ্যাসিস্ট যথারীতি মেসির।