৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

হরভজনের চোখে সর্বকালের সেরা টেস্ট একাদশ

- Advertisement -

টেস্ট ক্রিকেটে নিজের সেরা একাদশ প্রকাশ করেছেন হরভজন সিং। তার একাদশে জায়গা পেয়েছেন দুইজন ভারতীয়, তিনজন অস্ট্রেলিয়ান, দুই ইংলিশ এবং একজন করে ক্যারিবিয়ান, প্রোটিয়া, লঙ্কান এবং পাকিস্তানের খেলোয়াড়। দ্বাদশ খেলোয়াড় হিসেবে মুত্তিয়া মুরালিধরনকে বেছে নিয়েছেন ভারতীয় স্পিনার।

দলে আছেন টেন্ডুলকার, অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ ওয়াহ

ওপেনিংয়ে স্যার অ্যালিস্টার কুকের সাথে দেখা যাবে বীরেন্দ্র শেবাগকে। তিনে হরভজনের পছন্দ ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে। চারে শচিন টেন্ডুলকার। অধিনায়ক হিসেবে হরভজন বেছে নিয়েছেন স্টিভ ওয়াহকে, উইকেটের পেছনে দেখা যাবে লঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারাকে। হরভজন অলরাউন্ডার হিসেবে দলে জ্যাক ক্যালিস; স্পিনার শেন ওয়ার্নের পাশাপাশি বোলিংয়ে ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা এবং জেমস অ্যান্ডারসনকে রেখেছেন দলে। তবে, এশিয়ায় খেলা হলে দলে থাকবেন মুত্তিয়া মুরালিধরন।

এশিয়ায় খেলবেন মুরালিধরন

 

হরভজনের সেরা টেস্ট একাদশ

বীরেন্দ্র শেবাগ, অ্যালিস্টার কুক, ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ (অধিনায়ক), জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার), শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, জেমস অ্যান্ডারসন, মুত্তিয়া মুরালিধরন (১২তম খেলোয়াড়)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img