পাকিস্তানের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি পুরুষদের টেস্ট প্লেয়ার র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন অবস্থান করছেন ৩১ তম স্থানে ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি, তারপর প্রচণ্ড চাপের মধ্যে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ফিফটি এই ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে গেছে ৩১তম অবস্থানে। তবে লিটন এখনো মুশফিকুর রহিমের চেয়ে ১২ ধাপ পিছিয়ে রয়েছেন, যিনি চট্টগ্রামে প্রথম ইনিংসে তুলেছিলেন ৯১ রান। এই ইনিংসের পর তাঁর র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে এখন মুশফিক রয়েছেন ১৯তম অবস্থানে। তবে বুড়ো আঙ্গুলের ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্ট মিস করা ওডিআই অধিনায়ক তামিম ইকবাল তিন ধাপ পিছিয়ে ৩০তম অবস্থানে রয়েছেন।
চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৮ উইকেট নেয়া তাইজুল ইসলামের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। টেস্ট বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনি আছেন ২৩ তম অবস্থানে। তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৬৩০, যা কোনো বাংলাদেশি বোলারদের জন্য সর্বোচ্চ।