ভারতে অনূর্ধ্ব-১৯ ট্রায়াঙ্গুলার সিরিজে দানে দানে তিন দান হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ৬ রানে হারিয়ে টানা তিন জয় পেলো টাইগার যুবারা।
আগের দিনই ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে হারিয়ে পরের দিনই ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ কিন্তু পারফরম্যান্সে ভাটা পড়েনি একটুও।
প্রথমে ব্যাট করতে নেমে মাহফিজুল রবিনের ৫৬ ও আগের দিনের সেঞ্চুরিয়ান প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ রানের সুবাদে ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
২৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবাদের বোলিং তোপের পড়ে ভারতীয় যুবারা। তানজিম সাকিব ২৯ রানে ৩ উইকেট, মেহরাব হোসেন ৩৬ রানে ৩ উইকেট নেন। এছাড়াও পেসার রিপন মন্ডল ৫৩ রানে নেন ২ উইকেট। ৪৯.৪ বলে ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় যুবারা।
এর আগে প্রথম ম্যাচেও এই দলকেই ২ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।
এই মুহুর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।