৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

রোনালদোর মাইলফলকের দিনে ইউনাইটেডের নাটকীয় জয়

- Advertisement -

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে জোড়া গোল করে দলকে জেতানোর পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদো পেরিয়েছেন ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক।

রালফ র‌্যাংনিক যুগ শুরু হওয়ার আগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিকেরও শেষ ম্যাচ ছিলো এটি। শেষ ম্যাচে ক্যারিককে জয় দিয়েই বিদায় জানিয়েছে রেড ডেভিলরা।

যদিও ম্যাচের শুরুতে আর্সেনালের এমিল স্মিথ-রোর গোলে পিছিয়ে পড়ে ঘরের মাঠে হারের শঙ্কাই চোখ রাঙ্গাচ্ছিলো ইউনাইটেডকে। তবে ৪৪ মিনিটে ফ্রেডের অ্যাসিস্টে ব্রুনো ফের্নান্দেজের গোলে আসে সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্কাস র‌্যাশফোর্ডের অ্যাসিস্টে রোনালদো এগিয়ে নেন স্বাগতিকদের। একই সাথে ছুঁয়ে ফেলেন ৮০০ গোলের মাইলফলক!

তবে দুই মিনিট পরই সমতা বিধান করে ফেলেন আর্সেনালের মার্টিন ওডেগার্ড। অবশ্য এই ওডেগার্ডই আবার হয়ে আসেন আর্সেনালের জন্য আত্মঘাতী। ৬৯ মিনিটে ডি বক্সে ফ্রেডকে ফাউল করেন, পেনাল্টি পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে সহজ গোল করে ইউনাইটেডকে জেতানোর পাশাপাশি নিজের ৮০১ তম গোলটিও ছুঁয়ে ফেলেন রোনালদো।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img