৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

কুম্বলে-লেকারদের পাশে এজাজ প্যাটেল

- Advertisement -

১৯৯৯ এর ফেব্রুয়ারীতে দিল্লীতে যে কীর্তি গড়েছিলেন ভারতের অনিল কুম্বলে, দুই দশকেরও বেশি সময় পর মোহাম্মদ সিরাজকে আউট করে মুম্বাইয়ে সেই কীর্তি ফিরিয়ে আনলেন আরেক ‘ভারতীয়’। হ্যা ভারতীয়ই তো, এমনকি জাত ‘মুম্বাইকার’ (মুম্বাইয়ের অধিবাসী) বললেও হয়তো ভুল হবে না। নিউজিল্যান্ডের নাগরিক এবং সেইদেশের জার্সি পরে খেলেন বলে শেকড় তো পরিবর্তন হয়না!

মুম্বাইতে জন্ম, আটবছর বয়স পর্যন্ত এখানকার আলো হাওয়াতেই বেড়ে ওঠা। এই টেস্ট দেখতেও মাঠে এসেছেন তার পরিবারের সদস্যরা। এবং তাদের সামনেই এজাজ প্যাটেল গড়লেন অনন্য বিরল এক কীর্তি! প্রথম ইনিংসে ১১৯ রানের খরচায় ভারতের ১০টি উইকেটই নিয়ে নিলেন।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার এটি মাত্র তৃতীয় ঘটনা। এজাজের আগে নিয়েছিলেন অনিল কুম্বলে ও জিম লেকার।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img