গত চার বছর ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে টিম পেইন ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। অথচ আপত্তিজনক চ্যাট স্ক্যান্ডাল বিতর্কের জের ধরে এখন কতোকিছুই না হারাতে হচ্ছে সাবেক এই টেস্ট অধিনায়ককে! নিজের এমন দুর্দিনে কাউকে পাশে না পেলেও ঠিকই পাশে দাঁড়িয়েছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। দেখা করে সাগরেদকে নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন সমর্থন। সেইসাথে প্রশ্ন তুলেছেন, তথাকথিত নিষ্ঠুর সমাজের ‘ক্ষমাহীন রীতিনীতি’ নিয়েও।
“যা হয়েছে তাতে আমি খুবই দুঃখিত। ক্রিকেট খেলায় আমার দেখা সেরা ক্রিকেটারদের মধ্যে পেইন অবশ্যই এই প্রজন্মের অন্যতম একজন। আমি দেখেছি, যা ঘটেছে তাতে সে স্পষ্টতই ভেঙে পড়েছে”- ফক্স ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলছিলেন
অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষমা চাওয়ার পরও মানুষের রোষানলে পড়তে হচ্ছে এই ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে ল্যাঙ্গার জানান, “আমরা যে সমাজে বাস করি, সেটি নৃশংস। আপনি অপরাধ করলে অবশ্যই তার সাজা পাবেন। কিন্তু আমরা একটি ক্ষমাহীন সমাজে বাস করি এবং এটি অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার।”
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/12/TimPaineJustinLanger.jpg)
বিশ্বের ক্রিকেট বোদ্ধাদের অনেকেই মনে করছেন, ইতিমধ্যে ৩৬বছর বয়সী পেইনের ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ হয়ে গেছে। তবে ল্যাঙ্গারের মতে, “আমাদের অবশ্যই উচিৎ ছিলো তার দেখাশুনা করা এবং প্রয়োজনে তার পাশে দাঁড়ানো। তার জীবনে সত্যিই অনেক পরিবর্তন ঘটেছে।”