কিউইদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সাথে চলমান টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রেজাউর রহমান রাজা, সাইফ হাসান এবং স্পিনার নাঈম হাসানকে।
সাকিবকে নিয়ে শঙ্কা থাকলেও নিউজিল্যান্ড সিরিজে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলে ফিরেছেন শরিফুল ইসলাম। ১ জানুয়ারি প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম।