না ফেরার দেশে চলে গেলেন ১১০ বছর বয়সী ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক টেস্ট ক্রিকেটার আইলিন অ্যাশ । ১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে মোট সাতটি ম্যাচের অংশ নিয়েছিলেন সাবেক এই ডানহাতি পেসার। তাঁর মৃত্যুতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছে শোকবার্তা।
“তিনি এমনই অসাধারণ ছিলেন যে, ১৯৪৯ সালে সিডনির একটি ফ্রেঞ্চ রেস্তোরাঁয় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁর ব্যাট স্বাক্ষর করতে এসেছিলেন। আজ তাঁর চির বিদায়ে আমি গভীরভাবে দুঃখিত”-বলছিলেন ইসিবি নারী ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর ক্লেয়ার কনর
১৯৪৯ সালে অবসর নেওয়ার আগে ঘরোয়া লিগে তিনি সিভিল সার্ভিস মহিলা, মিডলসেক্স মহিলা এবং দক্ষিণ মহিলা দলের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের নারী বিশ্বকাপের ফাইনালে তাঁর কৃতিত্বগুলোকে স্বীকৃতি দিয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ঘণ্টা বাজানো হয়েছিলো এবং মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) তরফ থেকে আজীবন সদস্যপদে সম্মানিত করা হয়। ৯৮ বছর বয়স পর্যন্ত তিনি গলফ খেলার সাথেও সম্পৃক্ত ছিলেন।