৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

আবারো হারলো বার্সেলোনা

- Advertisement -

সাফল্যের পাশাপাশি ব্যর্থতাঁর স্বাদও পেয়ে গেলেন বার্সেলোনার নতুন কোচ জাভি। টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর রিয়াল বেতিসের বিপক্ষে শনিবার ১-০ গোলে হেরে গেছে বার্সা।

প্রথমার্ধে বার্সেলোনার জন্য গোলের সহজ সহজ সব সুযোগ নষ্ট করার চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে আসে তরুণ মিডফিল্ডার গাভির হুট করে মাথায় বলের আঘাত পেয়ে মাঠের মধ্যে মাথা ঘুরে পড়ে যাওয়া। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন গাভি।

দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে বার্সেলোনার দূর্বল রক্ষণভাগকে বোকা বানিয়ে গোল করেন হুয়ানমি, অ্যাসিস্ট বার্সেলোনার সাবেক তারকা ক্রিস্তিয়ান তেয়োর।

বেতিসের জয়ের ব্যবধানটা ২-০ ও হতে পারত খুব সহজে। ৫২ মিনিটে রুইবালের গোলটি অফসাইডে বাতিল হয়।

এই হারে লা লিগার পয়েন্ট টেবিলের ৭ম স্থানে নেমে গেছে বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img