অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহ্যের লড়াই অ্যাশেজ শুরু হচ্ছে ৮ ডিসেম্বর; প্রথম টেস্টকে সামনে রেখে ৫ ডিসেম্বরেই একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। একাদশে ওয়ার্নারের সাথে অনুমিতভাবেই ওপেন করছেন মার্কাস হ্যারিস। টিম পেইনের জায়গায় উইকেটরক্ষক হিসেবে খেলবেন অ্যালেক্স ক্যারি।
উসমান খোয়াজার জায়গা হয়নি। তার বদলে একাদশে আছেন ট্র্যাভিস হেড। অধিনায়ক কামিন্সের সাথে পেস আক্রমণে আছেন মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। একমাত্র স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।
অস্ট্রেলিয়া একাদশ- মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জস হ্যাজেলউড।