ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের ক্রিকেটার এজাজ প্যাটেল ভারতেরই বিপক্ষে ১০ উইকেট নিয়ে ইতিমধ্যেই ‘ঘরের শত্রু বিভীষণ’ বনে গেছেন। যেই ঘটনা ভারত দলের অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন আশ্বিনকে ২২ বছর আগে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলের ১০ উইকেট প্রাপ্তির ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আশ্বিন শাবাশি দিয়েছেন এজাজের এমন দুর্দান্ত কৃতিত্বকে।
“মুম্বাইয়ে জন্মগ্রহণকারী একজন নিউজিল্যান্ডের ক্রিকেটার মুম্বাইয়ে খেলতে এসে শুধুমাত্র এক,দুই কিংবা পাঁচটি উইকেট নয়, এক ইনিংসে দশ-দশটি উইকেট পেয়েছে! এটি যেকোনো বোলারের কাছে স্বপ্নের মতো”- স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে আশ্বিন
এজাজের এই কৃতিত্ব নাকি কুম্বলের কথা মনে করিয়ে দিচ্ছে আশ্বিনকে, “আমি ফিরোজ শাহ কোটলায় অনিল কুম্বলেকে সেই ১০ উইকেট নিতে দেখেছিলাম। অনিল কুম্বলের প্রান্ত থেকে আম্পায়ারিং করেছিলেন জয়প্রকাশ। আমি তখন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ছিলাম”
উল্লেখ্য, মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১০৬ রানে ৪টি উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার।