সাউথ আফ্রিকায় নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় বাতিল হয়ে যায় নারীদের বিশ্বকাপ বাছাইপর্ব, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসে বাংলাদেশ দল। বাসায় ফেরার পূর্বে সোনারগাঁওয়ে পাঁচদিনের কোয়ারেন্টিনে যায় দলের সাথে থাকা প্রত্যেকেই। আর, সেখানেই সোমবার কোয়ারেন্টিনের শেষদিনে এসে দুইজনের করোনা ধরা পড়ে। সেই দুইজন কে কে এটা জানা না গেলেও, দুজন যে করোনা পজিটিভ সেটা নিশ্চিত করেছে মেডিকেল বিভাগ।
করোনায় আক্রান্ত দুই ক্রিকেটারকেই রাখা হয়েছে আইসোলেশনে। বাকিরাও আছেন সুরক্ষিত, তবে বিষয়টি নিয়ে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে দলের সদস্যদের মধ্যে।
সম্প্রতি ‘ওমিক্রন’ নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছে পুরো বিশ্ব। এরমধ্যে ধারণা করা হচ্ছে, সেই দুই নারী ক্রিকেটারও হতে পারেন করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। যদিও কোনো কিছুই চূড়ান্ত করে জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে।