জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী জাতীয় দলের হোটেল কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিলো সোমবার (আজ)। কিন্তু আজ সকালে একদফা করোনা পরীক্ষায় নারীদলের দুজন সদস্যের করোনা ‘পজিটিভ’ এসেছে। এজন্য এখনই হোটেল ছাড়তে পারছেন না নারীদল। তাদের কোয়ারেন্টাইন পর্ব আরো বর্ধিত করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় বিসিবি থেকে এই তথ্য জানানো হয়।
যে দুজন নারী ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন, তারা দুজনই হোটেল সোনারগাঁওতে ১ ডিসেম্বর থেকে কোয়ারেন্টাইনে থাকাকালীন এক রুমে ছিলেন। ১ ও ৩ ডিসেম্বর দুজনকে দুইদফা করোনা পরীক্ষা করানো হয়। দুবারই তাদের নেগেটিভভ আসে। তবে শেষদিন এই দুজনেরই পজিটিভ আসায় জটিলতা বৃদ্ধি পেল।
এই দুজন ওমিক্রন ধরণ দিয়ে আক্রান্ত কিনা সেটিও এখন বিবেচনা করা হচ্ছে।