৪৮ রানে ৫ উইকেট থেকে ৫৩ রানেই অলআউট! ইডেন গার্ডেনে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে এভাবেই গুঁড়িয়ে দিয়ে তিন দলের সিরিজের ফাইনাল জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা।
বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। ১৫ রানে ৪ উইকেট হারানোর পর উদয় শরণ ও কৌশল তাম্বের ব্যাটে একটু স্থিরতা পেয়েছিলো ভারতীয় যুবারা। তবে তাদের ৩৩ রানের জুটির পর আবারো তাসের ঘর ভারতের ব্যাটিং।
স্পিনার নাইমুর রহমান নয়ন নিয়েছেন ১৬ রানে ৪ উইকেট, পেসার আশিকুর জামান ও অধিনায়ক মেহেরব হোসেন নিয়েছেন ২ উইকেট করে।
এর আগের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার মাহফিজুল ইসলাম। একে একে ফিরেছেন ইফতিখার হোসেন, প্রান্তিক নওরোজ, মোহাম্মদ ফাহিমরাও। দলীয় একশ না হতেই নেই চার উইকেট, ১১৭ তেই সাতটি! সেখান থেকে আশিকুর জামানকে নিয়ে আইচ মোল্লার ৯৪ রানের জুটি। অর্ধশতক তুলে নিয়েছেন আশিক, ৫ চারের সাথে হাঁকিয়েছেন ২টি ছক্কা।
শতকের পথে এগোচ্ছিলেন আইচ মোল্লাহও, কিন্তু ৯৩ রান কেই দলের নবম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন রানআউট হয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোরবোর্ডে তুলতে পারে ২৩৪ রান, বাকি ছিল আরো ৮.২ ওভার।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ৪১.৪ ওভারে ২৩৪/১০ (আইচ মোল্লাহ-৯৩ , আশিকুর-৫০, প্রান্তিক-২৮, ইফতি-১৭, ফাহিম-১৪; ধানুশ-৩/৬২)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল- ২১.৩ ওভারে ৫৩/১০ (উদয় ২৬, কৌশল ১১; নয়ন ৪/১৬, আশিকুর ২/৮)