৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

কোনো রান না করেই প্যাভিলিয়নে তাইজুল-খালেদ

- Advertisement -

আলোকস্বল্পতা নেই, প্রথম ওভারেই তাই বল হাতে শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান পেসারকে বেশ দেখেশুনেই খেললেন সাকিব আল হাসান, কোনো রান নিলেন না দিনের প্রথম ওভারেই। দ্বিতীয় ওভারে ছয় উইকেট নেওয়া সাজিদ খান, প্রথম বল থেকেই পিচ থেকে আদায় করে নিলেন টার্ন।

সাজিদকে ভালোমতোই সামলাচ্ছিলেন তাইজুল ইসলাম, কিন্তু বিপদটা হলো শেষ বলে। সাজিদের আর্মটা বুঝতেই পারলেন না তাইজুল, পা দিলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। রিভিউ নিলেও বাঁচতে পারেননি তাইজুল, রানের খাতায় কোনো রান যোগ না করতেই প্রথম উইকেটের পতন টাইগারদের!

পরের ওভারের প্রথম বলেই শাহীনকে ফ্লিক করলেন সাকিব, কিন্তু পাকিস্তান অধিনায়ক নিলেন রিভিউ। বড় বাঁচা বেঁচে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার! কিন্তু, বাচতে পারেননি খালেক আহমেদ, শাহীনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন শূন্যতেই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img