৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

হায় মুমিনুল!

- Advertisement -

হাসান আলীর প্রথম বলেই মাহমুদুল হাসান জয়ের ফ্লিক এবং চার। নিঃসন্দেহেই দারুণ কিছুর আভাস। কিন্তু, সেই হাসানের ইনসুইংয়েই বোল্ড অভিষিক্ত জয়, প্রথম উইকেটের পতন ১২ রানেই! ফলোঅন এড়াতে তখনও বাকি ২ রান, এর মধ্যেই শাহীন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথে আরেক ওপেনার সাদমান ইসলাম।

১২ রানেই ২ উইকেটের পতন, প্রয়োজন একটা জুটির। ব্যাট হাতে অধিনায়ক মুমিনুল হক, এবং তিনিও পারলেন না দলকে বিপদের হাত থেকে বাঁচাতে।  হাসানের ইনসুইংয়ে পরাস্ত মুমিনুল, এলবিডব্লিউয়ের শিকার হয়ে ৭ রান করেই প্যাভিলিয়নে টাইগার অধিনায়ক।

১৯ রান করতেই ৩ উইকেট নেই, হাসানের সংগ্রহ দুইটি। ব্যাট হাতে মুশফিকুর রহিম, পারবেন প্রতিরোধ গড়তে?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img