দল বিপদে? পিচে লিটন দাস আর মুশফিকুর রহিম? চিন্তার কিছু নেই, দুজনে মিলে ঠিক বাঁচিয়ে নেবে বাংলাদেশকে; গড়ে তুলবে প্রতিরোধ। পুরো ২০২১ সাল ধরে টেস্ট ক্রিকেটে এমনটাই হয়েছে। অন্তত পরিসংখ্যান তো তাই বলে। চলমান বছরে ৫ ইনিংসে ব্যাট করেছেন দুজনে, জুটি হিসেবে স্কোরবোর্ডে তুলেছেন ৪১৬ রান; গড় ৮৪ প্রায়!
চলমান টেস্ট সিরিজেই দল যখন ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে, তখন চট্টগ্রামে দুজনে মিলে গড়েছেন ২০৬ রানের জুটি। মিরপুরেও জুটি গড়লেন ৭৩ রানের। ৪৫ রানেই লিটন প্যাভিলিয়নে না ফিরলে জুটিটা বড় হতে পারত আরও।
চলমান বছরে দ্বিতীয় সর্বোচ্চ বড় জুটি এসেছে মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। দুজনে মিলে জুটি গড়ে করেছেন ৬ ইনিংসে ৫০ গড়ে ৩০৪ রান। তৃতীয় সর্বোচ্চ জুটিতেও শান্ত, সঙ্গী ওপেনার সাদমান ইসলাম। দুজনে মিলে ৭ ইনিংসে ৪৬ গড়ে স্কোরবোর্ডে তুলেছেন ২৭৬ রান।