টি-টোয়েন্টি অধিনায়কত্ব স্বেচ্ছায় ছাড়লেও ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়কত্বটা ঠিকই চালিয়ে যেতে চেয়েছিলেন ভিরাট কোহলি। তবে বিসিসিআই কোহলিকে সেই সুযোগটা দেয়নি। তবে, ভারতীয় বোর্ডের এমন কঠিন সিদ্ধান্তে মোটেও অবাক হননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। বরং, অধিনায়কত্ব চলে যাওয়াটাই নাকি কোহলির জন্য ‘শাপে বর’ হয়েছে! রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেয়াটাও নাকি বোর্ডের সঠিক সিদ্ধান্ত।
“এটি আমার কাছে মোটেও বিস্ময়কর ব্যাপার নয়। এটিই হওয়ার ছিলো। এখন কোহলির পারফরম্যান্স আবারো ভালো হবে, কারণ অধিনায়ক থাকাকালে তাঁর উপর অতিরিক্ত চাপ ছিলো। ভক্তরা তাঁর ব্যাটে রানের ফোয়ারা দেখতে চায়”- নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় বাট বলছিলেন
সেইসাথে সাদা বলের দুই ফরম্যাটেই রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেয়ার যৌক্তিকতা তুলে ধরে বাট জানান, “শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতকে অধিনায়ক করার কোনো মানেই হয়না। ভারত খুব বেশি টি-টোয়েন্টি খেলে না, তারা প্রধানত ওয়ানডে এবং টেস্ট খেলে। সুতরাং, বোর্ডের তরফ থেকে ওয়ানডে ও টেস্টে অধিনায়ক আলাদা করে দেয়ার এই সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক ছিলো। রোহিতকে অধিনায়কত্ব দেয়াটা ভালো সিদ্ধান্ত”