ক্রিকেট মাঠে তর্কবিতর্কের জের ধরে প্রাণ হারালেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কলেজছাত্র আবু তালহা। ঝগড়ার পর গুলি করা হয় তাকে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
পাঞ্জাবের আরিফ ওয়ালা তেহসিল অঞ্চলের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আবু তালহা দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ক্রিকেট মাঠে খেলাকে কেন্দ্র করে দুজন ব্যক্তির সাথে বাগবিতণ্ডা হয় তার, এরপর সন্ধ্যায় নিজেদের দোকানে বসে থাকাকালীন ঐ ব্যক্তিদের মধ্যেই একজন দ্বারা গুলিবিদ্ধ হন তিনি। তালহার বাবার চোখের সামনেই নাকি তালহাকে গুলি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তার বাবা।
আততায়ী দুজন পলাতক আছেন। তালহার লাশ পোস্টমর্টেমের জন্য পাঠান হয়েছে ও পুলিশ ঘাতকদের খুঁজছে।