এমনিতেই তার রানের ধারে কাছে এইবছর আর কোন ব্যাটসম্যান নেই। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার রান ১৫০৮। বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান মাত্র ৯০৬!
চলতি অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন নাথান লায়নকে পুল করে ফাইন লেগে বল পাঠিয়ে একটি সিঙ্গেল নিয়ে জো রুট বসে গেছেন ইংলিশ ক্রিকেটেরও নতুন একটি সিংহাসনে। মাইকেল ভনকে টপকে হয়ে গেছেন এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রান করা ইংলিশ ক্রিকেটার।
২০০২ সালে ৬১ গড়ে ১৪৮১ রান করেছিলেন মাইকেল ভন, সেটিই ছিলো এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ টেস্ট রানের ইংলিশ রেকর্ড। ব্রিসবেন টেস্টে ২৭ রানের পথে ভনকে টপকে গেছেন রুট।
🚨 History-maker 🚨
Most Test runs in a calendar year for an English batter:
1. Joe Root (1,482) – 2021
2. Michael Vaughan (1,481) – 2002
3. Joe Root (1,477) – 2016No Englishman has scored more runs than Root has in 2021 in a calendar year.#Ashes pic.twitter.com/B3dMEvlkZW
— Wisden (@WisdenCricket) December 10, 2021
এই বছরটিকে টেস্ট ক্রিকেটে রুটের বছরই বলা যায়। বছরের শুরু থেকে তার ব্যাটে রানের বন্যা, একেবারে প্রতিটি সিরিজে। শ্রীলঙ্কার স্পিন স্বর্গেও দুই টেস্টে ৪২৬ রান করেছিলেন, ভারত সফরে করেছিলেন ৩৮৬, ইংল্যান্ডে ভারতের ফিরতি সফরে ৫৬৪ রান! হয়েছিলেন টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার।
১৭৮৮ রান করে এক বর্ষপঞ্জিতে সব দেশ মিলিয়ে সর্বোচ্চ টেস্ট রান করা ক্রিকেটার পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। এই রেকর্ড স্পর্শ করতে রুটের লাগে আর মাত্র ২৮১ রান। এই বছরে এখনো বাকি দুই টেস্ট! পারবেন রুট?