৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

এমবাপ্পের একশো, মেসির এসিস্ট; মোনাকোর বিপক্ষে পিএসজির ‘দুই’

- Advertisement -

ম্যাচের তখন শুরু মাত্র, ১০ মিনিট প্রায়। বক্সের বাঁ প্রান্ত দিয়ে প্রথম গোলের লক্ষ্যে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে পড়ার চেষ্টায় আনহেল ডি মারিয়া। কিন্তু, বাঁধা হয়ে দাড়াল মোনাকো ডিফেন্ডার জিবরিল সিদিবে, আর্জেন্টাইন তারকাকে থামাতে গিয়ে উল্টো করে বসলেন ফাউল! ব্যস, রেফারির বাঁশি এবং ভিএআর চেক করার পর পেনাল্টির আদেশ।

পেনাল্টি থেকে প্রথম গোল আদায় করে নেয়ার পর

শুরুতেই পেনাল্টি, সেটাও ঘরের মাঠেই। কিলিয়ান এমবাপ্পে গোল আদায় করে নিতে ভুল করেননি। মোনাকো গোলরক্ষক ডানপ্রান্তে ঝাঁপালেও বলটা ঠিকই ততোক্ষণে পৌঁছে গেছে জালে। এক গোলে এগিয়ে স্বাগতিকরা, মোনাকে অবশ্য গোলের সুযোগ পেয়েছিল ২৪ মিনিটেই। কিন্তু, গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মাকে একা পেয়েও গোলে সমতা এনে দিতে পারেননি উইসাম বেন ইয়েডার।

নিজেদের দোষে প্রথমার্ধে আরও একটি গোল হজম করতে হয়েছে মোনাকোকে। ইউসুফ ফফানা নিজ দলের সতীর্থকে ব্যাকপাশ করতে গেলে বল চলে যায় লিওনেল মেসির পায়ে। আর্জেন্টাইন তারকা বল পেয়ে ছুটেন তুমুল বেগে। বক্সে ঢুকতেই বামপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া এমবাপ্পেকে বলটা দেন বাড়িয়ে। এবং, এমবাপ্পের গোল!

পেনাল্টি থেকে প্রথম গোল আদায় করে নেয়ার পর

পার্ক দে প্রিন্সেসে ৪৫ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। দুইটি গোলই এসেছে এমবাপ্পের পা থেকে; সেইসাথে সবচেয়ে কম বয়সে পিএসজির হয়ে লিগ ওয়ানে শততম গোল পূ্র্ণ করেছেন ফ্রান্স তারকা। আর, সতীর্থর শততম গোল এবং দলের জয় দুটোই গ্যালারিতে বসে দেখেছেন নেইমার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img