২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ইউয়েফার বিরাট ভুল; আবার হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ড্র

- Advertisement -

চ্যাম্পিয়নস লিগে আবার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো- এই উত্তেজনাটা ভালোমত সামলে উঠতে না উঠতেই হাস্যকর আরেকটি কান্ডের মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্ব। রাউন্ড অব সিক্সটিনের ড্র অনুষ্ঠানে নাকি ইউয়েফা করে ফেলেছে মস্তবড় ভুল। এজন্য ভুল শুধরে বাংলাদেশ সময় রাত আটটায় আবারো অনুষ্ঠিত হচ্ছে এই ড্র!

ড্রয়ের নিয়মানুসারে গ্রুপ পর্বে একই গ্রুপে ছিলো এমন দুই ক্লাবকে একসাথে রাখা যাবে না। আবার দুটো গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ কখনো মুখোমুখি হবে না। মুখোমুখি হবে একজন গ্রুপের চ্যাম্পিয়ন ও একজন রানার্সআপই।

সেখানে গ্রুপ বি এর রানার্স আপ আতলেতিকো মাদ্রিদের নাম যখন উঠলো, দেখা গেলো তাদের সম্ভাব্য প্রতিপক্ষদের পটে ইউনাইটেডের নামই নেই! বরং আছে লিভারপুলের যারা কিনা আতলেতিকোর গ্রুপেই ছিলো এবং চ্যাম্পিয়ন হয়েছিলো!

আবার ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে উঠেছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের নাম, যারাও কিনা একই গ্রুপে ছিলো ও ইউনাইটেড ছিলো চ্যাম্পিয়ন ও ভিয়ারিয়াল রানার্স-আপ!

এতো সব ভুল ও বিভ্রান্তির মধ্য দিয়ে যে ড্র অনুষ্ঠিত হয়েছে তা পুনরায় অনুষ্ঠিত করানোর জন্য ড্রয়ের পর থেকেই ইউয়েফা কর্তৃপক্ষের সাথে কথা চালাচ্ছিলেন ক্লাব কর্তৃপক্ষরা। সেই কথাবার্তার ভিত্তিতে ড্র আবারো অনুষ্ঠিত হচ্ছে।

ফলে অনেক সিদ্ধান্তই হয়তো পাল্টে যেতে পারে। এর ফলে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির দেখা নাও হতে পারে, মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়া থেকেও বঞ্চিত হতে পারে ফুটবল সমর্থকরা!

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img