১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

পরিবারের নিকট ফিরে যাচ্ছেন কামিন্স

- Advertisement -

করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে অ্যাডিলেড টেস্টে নেই অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার বিশেষ ফ্লাইটে করে তাকে নিউ সাউথ ওয়েলসে পরিবারের নিকট ফিরে যাওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। সেখানেই নিজের আইসোলেশন পূরণ করবেন অজি অধিনায়ক।

বুধবার রাত্রে ভাই এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স দলের বোলার হ্যারি কনওয়ের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলেন কামিন্স। সেখানেই এক করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন তারা। সেকারণে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে যান অজি অধিনায়ক। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে মাঠে নামেন স্টিভ স্মিথ এবং খেলোয়াড় হিসেবে মিচেল নাসের। একই রেস্টুরেন্টে মিচেল স্টার্ক এবং নাথান লায়ন গেলেও তারা বাইরের আলাদা এক টেবিলে ছিলেন।

কামিন্সের জায়গায় দলে সুযোগ পাওয়া নাসের অভিষেকেই খেলেছেন ঝড়ো ইনিংস; ২৪ বলে করেছেন ৩৫ রান। অধিনায়ক স্মিথের ব্যাট থেকে এসেছে ৯৩। এই প্রতিবেদন লেখা অব্দি ৪৭৩ রানে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img