১৫ মার্চ ২০২৫, শনিবার

শুধু কি একা পাপন ভাইয়ের দায়? : মাশরাফী

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ২৩ জন পরিচালক, কিন্তু কোন একটা কান্ড হলেই মিডিয়া-দর্শক সমস্ত কিছুর চাপ গিয়ে পড়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর। সবকিছুর বলির পাঁঠা হন একজন মানুষই, কারণ তিনিই সবার মুখপাত্র হয়ে সামনে যান, আর বাকিরা থেকে যান পর্দার আড়ালে।

বিসিবি ডিরেক্টরদের এই প্রবণতার কড়া ভাষায় নিন্দা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। অলরাউন্ডারকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফী বলেন,

“পাপন ভাই সংসদ সদস্য, উনি নিজের এলাকায় যেতে পারেননা, এখানে সময় দেন বলে। উনি চাকরিও করেন। সুজন ভাই সারাদিন মাঠে পড়ে থাকেন। বাকি কয়জন ডিরেক্টর অফিস করছে বা রেগুলার ক্রিকেটে সময় দিচ্ছে আমাকে বলেন?”-বলেছেন মাশরাফী

অনেক বড় বড় কথা বলে নির্বাচনে দাঁড়িয়ে এরপর নির্বাচিত হয়ে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন না করা নিয়েও মাশরাফি হয়েছেন সরব।

“আপনি একটা প্যাশন নিয়ে নির্বাচনে দাঁড়ালেন বা নির্বাচন জিতলেন কিন্তু শুধু ক্রিকেট বোর্ডের মিটিং যেদিন হবে সেদিন অ্যাটেনশন থাকলো আপনার। কিন্তু গ্রাউন্ডে কি কাজ আছে, আম্পায়ারিংয়ে কি প্রবলেম হচ্ছে, মিডিয়ায় প্লেয়াররা কিভাবে কথা বলছে, উইকেটের কি সমস্যা এগুলো নিয়ে তো প্রতিদিন আপনার রিসার্চ করা উচিত। শুধু কি একা পাপন ভাইয়ের দায় পড়েছে? মানুষটা একাই সব নিয়ে আলোচনা করছেন। কথা যখন হচ্ছে মিডিয়ার সামনে একাই সব দায় নিচ্ছেন আর নাহয় সুজন ভাই (খালেদ মাহমুদ সুজন)”

“প্রতিটা সেক্টর তো আলাদা। সবাই নিজেদের কাজটা ঠিকমতো করলেই তো কিছু কিছু করে এগিয়ে যাওয়া যায়। এজন্য আমি মনে করি যে যেই দায়িত্ব নিচ্ছে সে এটার যোগ্য হলেও সময় দিতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা করা।” – আরো যোগ করেছেন ম্যাশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img