২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বিসিবিতে জরুরী সভা, শঙ্কায় নিউজিল্যান্ড সিরিজ

- Advertisement -

বিশ্বকাপ থেকে শুরু, খারাপ সময় চলছে এখনও। ভালো নেই বাংলাদেশ ক্রিকেট, একটা মিরাকলের অপেক্ষায় সকল ভক্ত-সমর্থক। পাকিস্তান সিরিজ শেষে সময় অপচয় না করেই নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছে টাইগাররা। কিন্তু, সবকিছুই যেনো হচ্ছে হিতে বিপরীত। এরই মাঝে শঙ্কা দেখা দিয়েছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার সিরিজ আয়োজন নিয়েও। জরুরী সভা ডেকেছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজ সঠিক সময়েই অনুষ্ঠিত হবে নাকি দেশে ফিরে আসবে ক্রিকেটাররা সিদ্ধান্ত নেওয়া হবে উক্ত সভাতেই।

সমস্যার শুরু রঙ্গনা হেরাথের থেকে। টাইগারদের স্পিন কোচের করোনায় পজিটিভ এলে দেখা দেয় শঙ্কা। সেইসাথে ফ্লাইটেও যাত্রীদের মধ্যে ছিল একজন করোনা আক্রান্ত রোগী। তার সংস্পর্শে থাকার কারণে শঙ্কার কালো ছায়া মুমিনুল হক-ইয়াসির রাব্বিদের মধ্যেও। বাংলাদেশ দলের কেউই করতে পারছেন না অনুশীলন, বাড়ানো হয়েছে কোয়ারেন্টিন।

অথচ, ২২ এবং ২৮ তারিখে দুইটি দুদিনের অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। অনুশীলনে ফিরতে না পারা টাইগারদের যে সময়মতো অনুশীলন ম্যাচে খেলা হবে না, সেটাও অনেকটা নিশ্চিত। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়া হচ্ছে বোর্ড সভায়, সেটা সময়ই বলে দেবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img