গত কিছুদিনে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে তামিম ইকবাল নাকি এবারের বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই। অথচ, এই খবর সত্য নয়। তামিম জানালেন কোনো দলের সাথেই চুক্তি করেননি তিনি, তাকে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে যে কেউই।
“বিভিন্ন গণমাধ্যমে দেখছি বলা হচ্ছে, আমি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিতে এবারের বিপিএল খেলব। যদিও এই তথ্যটি সঠিক নয়। আগ্রহী যেকোনো ফ্র্যাঞ্চাইজি আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি যেকোনো দলেই খেলতে প্রস্তুত।”- অলরাউন্ডারকে বলছিলেন তামিম
সেইসাথে দেশসেরা ওপেনার জানিয়েছেন কেউ তার সাথে যোগাযোগ না করলে তিনি সরাসরি অংশ নেবেন ড্রাফটে, “কোনো দল যদি আমাকে না চায় তাহলে সরাসরি আমি ড্রাফটে চলে যাব। সেখান থেকে আমাকে যেকোনো দলই নিতে পারে।”
অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আট মাস আগে। এর আগেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন, দলকে এনে দিয়েছেন ট্রফি। দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন বলেই ধারণা করা হচ্ছিলো এবারেও একই ফ্র্যাঞ্চাইজিতেই থেকে যাবেন দেশসেরা ওপেনার। কিন্তু, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিম নিজেই জানালেন এবারের বিপিএলে কোনো দল নিশ্চিত করেননি তিনি।