২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

এশিয়া কাপের সূচি প্রকাশ; প্রতিশোধের অপেক্ষায় বাংলাদেশ

- Advertisement -

জানুয়ারিতে বিশ্বচ্যাম্পিয়নশীপ ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে শেষবার নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে জুনিয়র টাইগাররা। বুধবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রাকিবুল হাসানের দল, প্রতিপক্ষ নেপাল। টাইগার যুবাদের অন্য দুই প্রতিপক্ষ কুয়েত এবং শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে নিশ্চিতভাবেই জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে বাংলাদেশ দল। ভারতে তিন দলের টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কায় টাইগার যুবারা হেরেছে সিরিজ, হারিয়ে খুঁজেছে নিজেদেরও। যেভাবে লঙ্কানদের বিপক্ষে হেরেছে সেটা মেনে নিতে পারেনি অনেকেই।

তাই, লঙ্কানদের হারানোর জেদটা যে রয়ে গেছে সেটা অনুমান করাই যায়। ওপেনার মাহফিজুল ইসলাম রবিনও অলরাউন্ডারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সুযোগ পেলে বিশ্বকাপে হারাতে চান লঙ্কানদেরই। সেই সুযোগটা যে এশিয়া কাপেই পেয়ে যাবেন নিজেও হয়তো ভাবেননি এই ওপেনার।

শুক্রবারে নেপালের বিপক্ষে মাঠে নামার পরদিনই কুয়েতের বিপক্ষে লড়বে রবিন-রাকিবুলরা। দুইদিন বিরতি নিয়ে মঙ্গলবারে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টাইগার যুবাদের প্রতিটি ম্যাচই শারজাহ ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। ৩০ ডিসেম্বর দুই সেমিফাইনালের পরদিন মাঠে গড়াবে এশিয়া কাপ ফাইনাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img