১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

মিরপুরে পেসারদের দাপট, ব্যর্থ আগের ম্যাচের তিন সেঞ্চুরিয়ান

- Advertisement -

মোহাম্মদ এনামুল হক আর আসাদুজ্জামান পায়েল; দুজনই ডানহাতি পেসার, বিসিএলে খেলছেন ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে। ঘরোয়া ক্রিকেট যারা নিয়মিত অনুসরণ করেন, তাদেরও অনেকের কাছেই হয়তো এই দুই বোলার তুলনামূলক অপরিচিত। কিন্তু, তাতে কি? মিরপুরের স্পিন সহায়ক উইকেটে পেস বোলিংয়ে যেভাবে চালিয়েছেন তান্ডব, তা তো নতুন করেই চেনাবে তাদের।

দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট হাতে মধ্যাঞ্চলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন এবং মিজানুর রহমান। গত ম্যাচেই গড়েছিলেন ৩২৭ রানের জুটি, রোববার করলেন চার রান! দুই ওপেনারই প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত দুই রানেই। তাদের সাথে তালে তাল মিলিয়ে দুই রানেই ড্রেসিংরুমের পথ ধরেছেন গত ম্যাচে শতক তুলে নেয়া সৌম্য সরকারও। শুরুতেই তিন উইকেট হারানো মধ্যাঞ্চলের এই প্রতিবেদন লেখা অব্দি সংগ্রহ ৫ উইকেটে ৩৬।

পায়েল আর এনামুল মিলে নিয়েছেন দুইটি করে উইকেট। অপর উইকেটটি জাতীয় দল থেকে ছিটকে যাওয়া অফ স্পিনার নাঈম হাসানের। তাইবুর রহমান ব্যাটিং করছেন ১২* রানে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img