তামিম ইকবাল যেকোনো ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠের বাইরে প্রায় তিন মাস, জাতীয় দলের জার্সিতে খেলেছেন তারও তিন মাস আগে। মাঝখানে একবার নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের মাধ্যমে ক্রিকেটে ফেরার চেষ্টা করলেও কাজের কাজটা হয়নি কিছুই। উল্টো যেতে হয়েছে ছয় সপ্তাহের বিশ্রামে। অবশেষে ফিরেছেন অনুশীলনে, মাঠেও ফিরতে আশাবাদী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই।
“আমার মনে হয়, আমি এখন জানি আমি ঠিক কোন অবস্থানে আছি। দেখা যাক, বিসিএলের একদিনের ম্যাচগুলোতে অংশগ্রহণ করা যায় কি না!”- বলছিলেন তামিম ইকবাল
অনুশীলনে ফিরেছেন, স্লো বোলারদের দিয়েই শুরু করেছেন নিজেকে ফিরে পাওয়ার লড়াই। ব্যথা অনুভব করলেও সেরে উঠার ব্যাপারে বেশ আশাবাদী দেশসেরা ওপেনার, “আমি ব্যাটিং অনুশীলন করেছি এবং ব্যথা অনুভব এখনও করছি। কিছুই করার নেই, আমাকে এর মধ্য দিয়েই যেতে হবে; এভাবেই সেরেও যাবে।”
তামিমের ইনজুরি প্রসঙ্গে বলতে গিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, “সে স্লো বোলারদের বিপক্ষে ব্যাটিং করছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। আশা করছি, বিসিএলের ওয়ানডে ফরম্যাট দিয়েই ক্রিকেটে ফিরতে পারবে সে।”