২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রামোসের লাল কার্ড, পিএসজির ‘ড্র’

- Advertisement -

লিগ ওয়ানে লরিয়াঁর মাঠে মাউরো ইকার্দির শেষ মুহুর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। চরম নাটকীয়তায় পূর্ণ ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন সার্জিও রামোস।

চোটের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমার, নিষেধাজ্ঞায় পড়ে কিলিয়ান এমবাপ্পে। আক্রণভাগে তাই লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ার সাথে ইকার্দিতেই ভরসা। ইকার্দি অবশ্য দুই মিনিটেই তৈরী করেছিলেন সুযোগ, কিন্তু পারেননি গোল আদায় করে নিতে। ম্যাচের ২৬ মিনিটে আর্জেন্টাইন তারকা মেসির শট গোলবার লেগে বেরিয়ে না এলে পিএসজি এগিয়ে যেতে পারত তখনই।

ঘরের মাঠে প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে লরিয়াঁ। প্রথমার্ধেই পিএসজি গোলপোস্ট লক্ষ্য করে নিয়েছে ১১টি শট! আর, বাজিমাত শেষমুহুর্তের থমাস মকদুইতের শটে। ম্যাচের তখন ৩৯ মিনিট, নিজ অর্ধ থেকে বল টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আরমান্ড লরিয়েন্তে। কোনোরকমে বলটা বাড়িয়ে দিলেন টেরেম মফিকে লক্ষ্য করে।

মফি থেকে লরিয়েন্তে, লরিয়েন্তে থেকে মেন্ডেস হয়ে এনজো লে ফি; বল ঘুরপাক খাচ্ছে বক্সের ভেতরেই। লে ফি দিলেন মকদুইতেকে লক্ষ্য করে পাশ, এবং তাতেই বাজিমাত! ডান পায়ের দুর্দান্ত শটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে ভুল করেননি ফ্রেঞ্চ মিডফিল্ডার।

প্রথম গোলের পর

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থাকা লরিয়াঁ দ্বিতিয়ার্ধে কোনো গোলের দেখা পায়নি। অপরদিকে, লিওনেল মেসি-আনহেল ডি মারিয়ারা সুযোগ তৈরী করলেও কাঙ্ক্ষিত গোলটার দেখা পাচ্ছিলেন না কিছুতেই। ৫৬ মিনিটে গোলপোস্ট পুরোপুরি ফাকা পেয়েও অবিশ্বাস্যভাবে বলটাকে উড়িয়ে মারেন ডি মারিয়া। ওদিকে ৮৬তম মিনিটে লাল কার্ড খেয়ে বসেন স্প্যানিশ তারকা রামোস।

ম্যাচে পরাজয় তখন প্রায় নিশ্চিত, ৯০ মিনিটের খেলা চলছে। এমন সময়ে ত্রানকর্তা হয়ে হাজির ইকার্দি; আশরাফ হাকিমির ক্রসে দুর্দান্ত এক হেডে দলকে এনে দিয়েছেন স্বস্তির ড্র। পয়েন্ট তালিকার একদম নীচে থাকা লরিয়াঁর বিপক্ষে ড্র করলেও শীর্ষেই থাকছে পিএসজি। ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট পিএসজির।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img